যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য ফি বাড়ছে বহুগুণ
যুক্তরাষ্ট্রে অভিবাসন-নাগরিকত্বসহ বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে দেশটিতে আশ্রয় প্রার্থীদের আবেদন ফি ৫০ ডলারসহ নাটকীয়ভাবে ন্যাচারাইলাজেশন সার্ভিসের জন্য ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব বর্ধিত ফি আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ভয়েচ অব আমেরিকা।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন কর্তৃপক্ষ (ইউএসসিআইএস) এ সংক্রান্ত প্রস্তাবনা গ্রহণ করায় বর্ধিত ফি নিয়ে আর কোনো ঝামেলা থাকছে না। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত ৩১ জুলাই এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসী
- ফি বাড়ানো