কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কোথাও বরকে বেঁধে মার-কোথাও কনেকে গণহারে চুমু! দুনিয়ার আজব কিছু বিয়ের রীতি

বিয়ে! সেই কবে থেকে পৃথিবীতে চালু হওয়া এক প্রথা। এক কথাতেই বিয়ে হয়ে যায় না, অধিকাংশ ক্ষেত্রেই তাতে থাকে বহু নিয়মকানুন, আচার অনুষ্ঠান। বাঙালি বিয়েতে যেমন আশীর্বাদ, পাকা দেখা, গায়ে হলুদ থেকে ফুলশয্যা-কত কী নিয়ম! তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ে কেন্দ্রিক কত নিয়ম, প্রথা। যার বেশিরভাগের সঙ্গেই কিন্তু জুড়ে থাকে নিখাদ আনন্দ। কিন্তু জানেন কি, পৃথিবীর নানা দেশে এমন সব বিয়ের আচার-অনুষ্ঠান, প্রথা রয়েছে, যেগুলির কথা শুনলে চোখ কপালে উঠবে আপনার! একেক জাতি বা দেশ একেক রকমের নিয়ম-নীতি অনুসরণ করে থাকে বিয়ের ক্ষেত্রে। সেটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু দেশে কিছু-কিছু এমন নিয়ম চালু রয়েছে, যা বিস্মিত করে দেওয়ার জন্যে যথেষ্ট। কোথাও বিয়ের এক মাস আগে থেকে কান্না শুরু করেন কনে ও তাঁর বাড়ির মহিলারা, কোথাও আবার বরকে বেঁধে মারধর করা হয়, কোথাও আবার ময়লা ফেলা হয় নবদম্পতির গায়ে। চলুন আজ জেনে নেওয়া যাক, পৃথিবীর অদ্ভূত কিছু বৈবাহিক রীতির বিষয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন