বেনারসি নয়, বিয়েতে কনে সাজবে আনারস দিয়ে তৈরি শাড়ি-গয়নায়

ডেইলি বাংলাদেশ শিলিগুড়ি প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৭:২৯

শিরোনাম দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন? আনারস দিয়ে তৈরি শাড়ি-গয়না অবাক করার মতই কথা। তবে অদ্ভুত হলেও সত্যি যে, কাঞ্জিভরম, সিল্ক, তাঁত, সুতির শাড়ি পরতে অভ্যস্ত নারীরা এখন আনারসের তৈরি শাড়িও পরবে। বিয়েতে বেনারসি নয়, কনে সাজবে ‘আনারসি’ শাড়িতে। নিশ্চয়ই শাড়ির নাম শুনে প্রথমে আনারস শব্দটাই মনে এসেছে সবার। ওই রসালো ফল থেকেই কি শাড়ি? আসলে আনারসের পাতা থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি বুনে তাক লাগিয়েছেন ভারতের শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের নারীরা। এমনকি, সেই সুতা থেকে তৈরি হচ্ছে সাজগোজের গয়নাও!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও