বার্সার নতুন কোচ ক্রুয়েফের প্রিয় শিষ্য কোম্যান

বাংলাদেশ প্রতিদিন বার্সেলোনা প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৭:০৮

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সায় কোচের চাকরি যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। সোমবার ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স বৈঠকের পর সেই অপেক্ষা আর দীর্ঘায়িত হয়নি। প্রত্যাশামতোই কোচের পদ থেকে কিকে সেতিয়েনকে ছেঁটে ফেলেছে বার্সা। ফলে শুরু হয়ে গিয়েছিল নতুন কোচ তথা মেসিদের ম্যানেজার খোঁজার কাজ। দেরি না-করে কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোম্যানের হাতেই মেসিদের কোচের দায়িত্ব তুলে দিল বার্সেলোনা।

বার্সেলোনায় যোগ দিতে কোম্যান ডাচ জাতীয় দলের কোচের পদ ত্যাগ করবেন বলে জানা গেছে। ২০১৮ সাল থেকে নেদারল্যান্ড জাতীয় দলের কোচ রয়েছেন তিনি। তবে বার্সার সঙ্গে তার চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি মৌসুমে ব্যর্থ হওয়া বার্সেলোনাকে পুনরুদ্ধারের দায়িত্বও নিতে প্রস্তুত কোম্যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও