পাকিস্তানের স্বাধীনতা দিবস ইতিহাসে ‘কালো দিবস’ : নায়লা কাদরি
পাকিস্তানের স্বাধীনতা দিবস মানবজাতির ইতিহাসে ‘কালো দিবস’। দেশটির সেনাবাহিনী অব্যাহতভাবে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মানুষকে ধর্মান্তরিত এবং বেলুচদের জমি দখল করে যাচ্ছে। বেলুচ পিপলস কংগ্রেসের চেয়ারপারসন নায়লা কাদরি বেলুচ এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন।
তিনি বলেন, ১৪ আগস্ট সেই দিন-যেদিন ধর্মান্তরিত পাঞ্জাবিরা তাদের নিজের মাতৃভূমি ভারতের সঙ্গে বেঈমানি করে নিজের দেশকে বিভক্ত করেছিল। ব্রিটিশদের স্বার্থের জন্য তারা দেশ ভাগ করেছিল এবং বহু বছর ধরে তারা ব্রিটিশ স্বার্থে কাজ করেছে। এক সময় তারা ছিল আমেরিকার উপনিবেশ, এখন তারা চীনাদের উপনিবেশ।