এর্দোয়ানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি-র তোপে আমির
আর মাস দুয়েক পরেই তুরস্কে গিয়ে তাঁর সিনেমা 'লাল সিং চাড্ডা'-র শুটিং করবেন আমির খান। বলিউডের এই অত্যন্ত সফল ও প্রতিভাবান তারকা তার আগে শুটিং স্পট দেখার জন্য তুরস্কে গেছিলেন। সেখানে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের স্ত্রী এমিনে তাঁর সঙ্গে দেখা করতে চান। আমির দেখা করেন। সাক্ষাতের পর এমিনে তাঁর সঙ্গে আমিরের তিনটি ছবি টুইট করেন।
তার সঙ্গে এমিনে লেখেন, ''বিশ্ববিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা আমির খানের সঙ্গে ইস্তানবুলে সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি খুব খুশি। তিনি তাঁর সাম্প্রতিক সিনেমা লাল সিং চাড্ডার শেষপর্বের শুটিং করবেন তুরস্কের বিভিন্ন জায়গায়।''
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে