প্রয়াত সাংসদের স্ত্রী-ছেলে-মেয়ে জামাতা-ভাগনেও মনোনয়ন চান
পাবনা-ঈশ্বরদী মহাসড়ক। সড়কের জেলা সদর অংশ শেষ হতেই পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকা। দুই পাশে ঝুলছে বড় বড় বিলবোর্ড, ব্যানার, পোস্টার। মনোনয়নের প্রত্যাশা করে এসব লটকেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তবে এর অধিকাংশই দখল করে রেখেছেন এই আসনের প্রয়াত সাংসদ শামসুর রহমান শরীফের পরিবারের সদস্যরা।