বিজেপি এবং আরএসএস নেতাদের খুনের পাক ছক, সতর্ক করল কেন্দ্র
বিজেপি এবং আরএসএসের কয়েকজন প্রথম সারির নেতার উপর হামলার ছক কষেছে পাক জঙ্গি সংগঠনগুলি। কেন্দ্রের তরফে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে এই মর্মে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে তামিলনাড়ু সরকার সূত্রের খবর। পরিস্থিতির মোকাবিলায় বিমানবন্দর গুলির সুরক্ষা ব্যবস্থা আঁটসাট করার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের সুপারিশ করেছে কেন্দ্র।
হামলার শিকার হতে পারেন এমন বিজেপি, আরএসএস-সহ বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের নেতাদের নিরাপত্তার বিষয়টিতে জোর দিতে বলা হয়েছে ওই সতর্কবার্তায়। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে সক্রিয় মৌলবাদী সংগঠনগুলির উপর সাইবার নজরদারি, সোর্স মারফত খবর সংগ্রহের উপর জোর দিতে বলা হয়েছে। মৌলবাদী সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল ব্যক্তি এবং স্থানীয় অপরাধ চক্রগুলির উপরে পুলিশি নজরদারি বাড়ানোর সুপারিশও রয়েছে কেন্দ্রের বার্তায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.