করোনার খাঁড়া, ৭০০০ কর্মী ছাঁটাইয়ের পথে মার্কস অ্যান্ড স্পেনসার
এ বার করোনাভাইরাসের খাঁড়া নেমে এল মার্কস অ্যান্ড স্পেনসারের (Marks & Spencer) কর্মীদের উপর। এই সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী তিন মাসে তারা ৭০০০ কর্মী ছাঁটাই করবে। স্টোর এবং ম্যানেজমেন্ট উভয় ক্ষেত্রেই কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, অতিমারীর সময়ে স্টোরের জামাকাপড় ও খাবার-দাবারের বিক্রি সাংঘাতিক কমে গিয়েছে। তবে অনলাইন বিক্রি ভালোই হচ্ছে বলে জানিয়েছে তারা। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অনেকের অবসরও এগিয়ে আনা হবে বা স্বেচ্ছা অবসর নিতে বলা হবে বলে বিবৃতিতে তারা জানিয়েছে।