![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/arthu-2008180812.jpeg)
মদ পানে শাস্তির কবলে ব্রাজিল তারকা
নেইমারের জন্মদিনের পার্টিতে যোগ দিতে ক্লাবের অনুমতি ছাড়াই প্যারিসে চলে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন বার্সেলোনা ছেড়ে সদ্য জুভেন্টাসে নাম লেখানো আর্থুর মেলো। এবার তো মদ পান করে জরিমানাও গুনলেন এ ব্রাজিলিয়ান ফুটবলার। মাঠের পারফরম্যান্সে তিনি যতটা গোছানো, ব্যক্তি জীবনে মোটেই তা নন আর্থুর।
- ট্যাগ:
- খেলা
- জরিমানা
- মদ পান
- আর্থার মেলো