![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/2-2008180722.jpg)
জীবন বাঁচাতে পালানো রোবেলই ইপিএলের প্রথম নারী মুসলিম রেফারি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৩:২২
জীবন মানুষকে কত অভিজ্ঞতাই না দেয়! ১৬ বছর আগে মাত্র ১০ বছর বয়সে সোমালিয়ার ভয়ংকর গৃহযুদ্ধ থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে এসেছিলেন জাওয়াহির রোবেল। ভাগ্যের ফেরে তিনিই এখন ইউরোপের অন্যতম বড় ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম নারী মুসলিম রেফারি। একদিন ইপিএলে খেলা পরিচালনা করার স্বপ্নও দেখেন তিনি।