কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ও বাহারছড়া পুলিশের তদন্ত কেন্দ্রের সাবেক ইন্সপেক্টর লিয়াকত আলীসহ আট জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া তাদের হিসাবগুলো আগামী ৩০ দিনের জন্য স্থগিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিএফআইইউ থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা জারি করা হয়। বিএফআইইউ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।