ফায়ার ফক্সে আসছে মিডিয়া কন্ট্রোল ফিচার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১১:৫৪

প্রিন্ট প্রিভিউ ফিচার যোগ করার পর ফায়ার ফক্সের ৮১ ভার্সনে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল ফিচার নিয়ে কাজ শুরু করে মোজিলা। খবর টেকডোজের মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল ফিচার যোগ হলে ওয়েব ব্রাউজারে চলতে থাকা অডিও-ভিজুয়ালগুলো হেডসেট বা কিবোর্ডের সাহায্য ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে। সাধারণত যখন কোন মিডিয়া প্লেয়ারে অডিও বা ভিজুয়াল প্লে হয় তখন আমরা কিবোর্ডের মাধ্যমে চালু/বিরতি অথবা বন্ধ করে থাকি, এমনকি স্ক্রিনশট, শব্দের নিয়ন্ত্রণসহ আরও অনেক কাজ করে থাকি।

ঠিক তেমনই মিডিয়া প্লেয়ারগুলোর মত একধরনের ফিচার নিয়ে আসছে ফায়ার ফক্সের এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল। ইতিমধ্যে ওয়েব ব্রাউজার ক্রোমে এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলের ফিচার যোগ করেছে গুগল। ফায়ার ফক্সের ৭১ ভার্সনে এই ফিচার রয়েছে গ্রাহকদের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও