![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/18/image-179577.jpg)
শক্তিশালী ফিচার ফোন আনছে নকিয়া
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১১:১০
শক্তিশালী কনফিগারেশনের নতুন ফিচার ফোন আনছে নকিয়া। এই ফোনে থাকবে ফোরজি কানেক্টিভিটি। এছাড়াও এতে দেয়া হবে স্মার্টফোনের মতো অধিক র্যাম। সম্প্রতি আমেরিকার সার্টিফিকেশন সাইটে নকিয়ার নতুন ফিচার ফোনের দেখা মিলেছে।