ট্রাম্পের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে বাইডেন

ইত্তেফাক আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১১:২৯

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বি জো বাইডেনের চেয়ে জনমত জরিপে ৯ পয়েন্টে পিছিয়ে আছেন। মার্কিন মিডিয়া সিএনএনের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করেছে এসএসআরএস। চলতি সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পাচ্ছেন জো বাইডেন। এর আগেই পরিচালিত জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৫১ শতাংশ জো বাইডেনকে এবং ৪২ শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেন।


সোমবার এই জরিপ প্রকাশ করা হয়। এর আগে রবিবার প্রকাশ করা জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করছেন ৪৬ শতাংশ এবং বাইডেনকে সমর্থন করছেন ৫০ শতাংশ ভোটার। কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়ায়ও বাইডেনের সমর্থন বেড়েছে। ৫২ শতাংশ ভোটার এতে খুশি হয়েছেন যাদের মধ্যে ৮২ ভাগই ডেমোক্র্যাট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও