গুগল তাদের সার্চ অপশনে আরও উন্নত করলো। আসলে গত বছর থেকে গুগল, ‘সার্চ’ অপশনে সিনেমা বা টিভি শো-এর রেকমেন্ডেশন প্রদর্শন করছে। এরজন্য ইউজারদের কেবল `হোয়াট টু ওয়াচ` টাইপ করতে হয় এবং তৎক্ষণাৎ তাদের সামনে একটি পপ আপ লিস্ট উপস্থিত হয়। তবে এবার গুগল এই ফিচারটির একটি আপডেট এনেছে, যার ফলে এখন রেকমেন্ডেশনে বিভিন্ন লাইভ টিভি শো এবং খেলার বিকল্প দেখতে পাওয়া যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.