![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/08/18/image-179565.jpg)
১০ টাকায় ৬০ কিলোমিটার!
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৯:৪২
মাত্র ১০ টাকা খরচ করে ৬০ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে এমন একটি ই-বাইক এনেছে ভারতীয় প্রতিষ্ঠান ডিটেল। ডিটেল ইজি নামের এই স্কুটারটিতে চার্জ দিতে ১০ টাকার বিদ্যু’ খরচ হবে। একবার চার্জ দিলে চলবে টানা ৬০ কিলোমিটার। ঘন্টয় ই-বাইকটি ২৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।