![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F14%2Fmymensigh.jpg%3Fitok%3DagwFvf2W)
ফুলপুরে মাইক্রোবাস খাদে, আটজন নিহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাসাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে এক শিশু ও পাঁচজন নারী রয়েছেন। তাঁদের বাড়ি ভালুকা ও গফরগাঁও উপজেলায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ভালুকা ও গফরগাঁও উপজেলার ওই বাসিন্দারা একটি মাইক্রোবাসে করে শেরপুর জেলায় যাচ্ছিলেন। পথে বাসাটি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আটজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।