সহজে রান্না করুন ‘রুই কাসুন্দি’
আরটিভি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৮:৫৭
মাছ মানে প্রোটিন। আর প্রোটিন মানেই রোগ প্রতিরোধ শক্তি। মাছে ভাতে বাঙালির বিশেষ করে রুই মাছ হলে তো আর কথাই নেই। তবে প্রতিদিন কি আর আদা-জিরার মাছের ঝোল ভালো লাগে? তাই একটু স্বাদ বদল হোক। আজ রইলো চেনা রুই মাছের অন্য রেসিপি ‘রুই কাসুন্দি’।