কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রার্থী মনোনয়নে ডেমোক্রেটদের এবার ডিজিটাল কনভেনশন

দৈনিক আজাদী আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৭:৩৫

.tdi_2_382.td-a-rec-img{text-align:left}.tdi_2_382.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডাকা হয়েছে। ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত চারদিন চলবে এ কনভেনশন। তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন। খবর বাংলানিউজের। ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট প্রার্থী দেশটির প্রবীণ রাজনীতিবিদ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ট্রাম্পের সঙ্গে নির্বাচনে তাকে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী ঘোষণা করতে এই কনভেনশন। ডিজিটাল পোর্টালেই হবে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছে কনভেনশনের জন্য। এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না। সাধারণত এই কনভেনশনে দলীয় প্রায় চার হাজার ৮০০ ডেলিগেটস প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনীত করেন। দলীয় নীতি কী হবে, তা নির্ধারণ করেন। ধারাবাহিক বক্তব্য দেন। কিন্তু এবার হাতেগোনা কিছু উপস্থিতি থাকবে। এরমধ্যে থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্টরা, বেশকিছু উচ্চপর্যায়ের সিনেটর, যারা কয়েক মাস ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।.tdi_3_68b.td-a-rec-img{text-align:left}.tdi_3_68b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও