কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বার্সেলোনা কোচ বরখাস্ত, নতুন কোচ হতে পারেন কোম্যান

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৭:৫০

.tdi_2_b53.td-a-rec-img{text-align:left}.tdi_2_b53.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});লিগ শিরোপা হারানোর পরও আশা বেঁচে ছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়ে শেষ চিহ্ন এঁকে নিয়েছেন কিকে সেতিয়েন। বার্সেলোনার কোচের পদে তার টিকে যাওয়ার কোনও সম্ভাবনাই দেখছেন না কেউ। গতকালই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তবে তার আগেই ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ সংবাদমাধ্যমকে নিশ্চিত করে দিয়েছেন, বরখাস্ত হচ্ছেন সেতিয়েন। বায়ার্ন ম্যাচের পর গত রোববার জরুরি বৈঠকে বসেছিল বার্সেলোনা। সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে ছিলেন এরিক আবিদাল ও রামোন প্লানেস। ওই বৈঠকেই সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেতিয়েনের ভবিষ্যৎ কী, বৈঠক শেষে স্প্যানিশ রেডিও’র করা প্রশ্নে বার্তোমেউ বলেছেন, ‘তার বিদায়।’ এর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে জানুয়ারিতে সেতিয়েনের হাতে দায়িত্ব তুলে দিয়ে ব্যর্থতার আরও তলানিতে নেমেছে ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা। সেতিয়েনের জায়গায় বার্সা কোচের চেয়ারে কে বসছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ক্লাবের সাবেক খেলোয়াড় রোনাল্ড কোম্যানের নাম।.tdi_3_398.td-a-rec-img{text-align:left}.tdi_3_398.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও