.tdi_2_6b6.td-a-rec-img{text-align:left}.tdi_2_6b6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অংকুর খেলাঘর আসরের অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড সুনীল চক্রবর্তী স্মরণে শোকসভা গত ৯ আগস্ট পশ্চিম শাকপুরা শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসরের সভাপতি নন্দন চৌধুরী। বক্তব্য রাখেন শাকপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, ইউপি সদস্য বিধু ভূষণ দাশ, খেলাঘর মহানগরী কমিটির সম্পাদক অলক চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ জেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, প্রধান শিক্ষক লিটন চৌধুরী, অংকুর খেলাঘর সুবর্ণ জয়ন্তী উৎসবের কো-চেয়ারম্যান বিজয় শংকর চৌধুরী, প্রকৌশলী সনত কুমার চৌধুরী, বাবুল বিশ্বাস, রাজীব চৌধুরী, মানস রঞ্জনী, বাবলা চৌধুরী, সঞ্জয় রায়, দীপেন চক্রবর্তী, সৌমিত্র চৌধুরী ও সুনীল চক্রবর্তীর ভাতুষ্পুত্র সৈকত চক্রবর্তী। বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর এই মানুষটি সারাজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_33f.td-a-rec-img{text-align:left}.tdi_3_33f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.