চরপাথরঘাটায় প্রসূতিসহ দুইশ রোগী পেল ফ্রি চিকিৎসা
.tdi_2_04f.td-a-rec-img{text-align:left}.tdi_2_04f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. রাহেলা বানু ও ডা. মাহাবুবুল আলম চৌধুরী। চিকিৎসা সেবা পেয়ে আপ্লুত হন ৭০ বছরের বৃদ্ধ মনির আহমদ, ৭৫ বছরের বৃদ্ধা আছিয়া বেগম, গর্ভবতী আসমা খাতুনসহ হতদরিদ্র প্রায় ২০০ রোগী। চিকিৎসাসেবা শেষে প্রত্যেক রোগীর হাতে একটা করে গাছের চারা তুলে দেন সংস্থার আহ্বায়ক ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী। চিকিৎসা সেবা, সাথে চারা গাছ পেয়ে রোগীর সাথে আসা শফিক আহমদ নামে এক ব্যক্তি বলেন, ভাই গাছটা আমি যত্ন করে লাগাব। এটা এক অদ্ভূত ভালো লাগা অনুষ্ঠান। গরীব মানুষ, এতটুকু সেবা পাব ভাবতে পারিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, হায়দার আলী রনি, মাস্টার হাফেজ আহমদ, এম এ মারুফ, সৈয়দ আহমদ, নুর আহমদ, মুহাম্মদ সেলিম হক, আলী হায়দার, ডা. গিয়াস উদ্দিন ফয়সাল, মহিউদ্দিন মঞ্জু, সেলিম খান, ছাবের উল্লাহ, সাইফুদ্দিন সাইফ, মুক্তার আহমদ প্রমুখ।.tdi_3_6f3.td-a-rec-img{text-align:left}.tdi_3_6f3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিনামূল্যে চিকিৎসা