সূচক কমলেও বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৪ শত কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৬, ১৬১৮ ও ৯৫০ পয়েন্টে।