ভারতীয় ধ্রুপদী সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন। চলে গেলেন ‘পদ্মবিভূষণ’ পন্ডিত যশরাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সোমবার মৃত্যু হয়েছে ৯০ বছর বয়সী এই প্রবীণ শিল্পীর। সংবাদ সংস্থা পিটিআইকে শিল্পীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার কন্যা দুর্গা যশরাজ। আট দশকেরও বেশি ব্যাপ্তি তার সংগীত জীবনের। বর্ণময় কেরিয়ারে ভারতীয় ক্লাসিক্যাল সংগীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন পন্ডিত যশরাজ। ১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসারে জন্ম যশরাজের। তার বাবা পন্ডিত মতিরামও ছিলেন ভারতীয় ধ্রুপদী সংগীতের একনিষ্ঠ সাধক। তার কাছেই সংগীতের প্রথম হাতেখড়ি যশরাজের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.