![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F17%2Ftanguar-haor-pic.jpg%3Fitok%3Dpf7fS9LF)
টাঙ্গুয়ার হাওর ও নিলাদ্রী লেকে রাতে থাকতে পারবে না পর্যটকরা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নিলাদ্রী লেকে (শহীদ সিরাজ লেক) রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী জাহিদ চৌধুরী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মৃত্যু হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা ভ্রমণে এলে সারা দিন ঘুরে হয় টাঙ্গুয়ার হাওর বা নিলাদ্রী লেকে নৌকায় রাত্রি যাপন করত। এখন থেকে সকালে এসে সন্ধ্যার মধ্যে হাওর এলাকা থেকে পর্যটকদের ফিরে যেতে হবে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষিদ্ধ
- রাত্রি যাপন
- টাঙ্গুয়ার হাওর