![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F17%2Fjt02kyl3.jpg%3Fitok%3DtlCb4uWX)
সস্ত্রীক করোনামুক্ত সোহানুর রহমান সোহান
এনটিভি
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১৭:২৫
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। আজ সোমবার তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এত দিন তাঁরা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ এ গুণী নির্মাতা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এনটিভি অনলাইনকে সোহানুর রহমান সোহান বলেন, ‘সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানি, আজ আমাদের দুজনেরই করোনার ফল নেগেটিভ এসেছে। খবরটা পাওয়ার পর মানসিক শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’ করোনামুক্ত হলেও শারীরিকভাবে খুব একটা ভালো নেই সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘শরীর প্রচণ্ড দুর্বল