You have reached your daily news limit

Please log in to continue


এক আনারসের চমক, বিক্রি হলো তিন হাজার টাকায়

এক আনারসের দাম তিন হাজার টাকা, তাও গ্রাম্য বাজারে। ঘটনা শোনে অনেকের চোখ কপালে উঠারই কথা। ঘটনা সত্য, তবে ভিন্ন এক প্রেক্ষাপটে। রোববার রাতে চমক লাগানো এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে। উপজেলার রাজগাতী ইউপির উলুহাটি শিমুল তলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জানান, উলুহাটি গ্রামের আ. সালাম নামে এক ব্যাক্তি শিমুলতলা বাজারে মসজিদ নির্মাণের জন্য ৮ শতক জমি দান করেছেন। মসজিদের নাম দেয়া হয়েছে ‘বায়তুস সালাম জামে মসজিদ’ তিনতলা এই মসজিদটি নির্মাণে গত এক মাস ধরে কাজ শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে স্বেচ্ছাসেবীরা মসজিদের পাশে নির্দিষ্ট স্থানে মাইকিং করে দানের টাকা সংগ্রহ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন