মক্কা-মদিনার মসজিদ পরিচালনায় ১০ নারী নিয়োগ
পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার। দেশটিতে নারীর কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। খবর আরব নিউজ ও ডেইলি মেইলের মক্কা ও মদিনার দুই মসজিদে প্রশাসনিক ও কারিগরিসহ বিভিন্ন পদে এই ১০ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি রাজতন্ত্রে মসজিদ পরিচালনার ঊর্ধ্বতন পদে নারী নিয়োগের ঘটনা খুবই বিরল ঘটনা।