‘সঠিক সময়ে চিকিৎসা দিলে তিন কিশোরের মৃত্যু এড়ানো যেতো’

মানবজমিন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১১:২০

শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরকে সময়মতো হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে তারা বেঁচে যেত এমনটিই প্রাথমিক পর্যবেক্ষণ সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটির। গতকাল থেকে তদন্ত কমিটি শিশু উন্নয়ন কেন্দ্রে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তিন কিশোরের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে। অধিদপ্তরের যুগ্ম-সচিব সৈয়দ মো. নুরুল বাসিরের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এবং ওই সংশোধন কেন্দ্র থেকে প্রমাণ সংগ্রহ করেন। যুগ্ম সচিব নুরুল বাসির বলেন, নিহত তিন কিশোরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হলে এই মৃত্যু এড়ানো যেত। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও