কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিনয় ছাড়া আর কিছু শিখিনি -আজিজুল হাকিম

মানবজমিন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০০:০০

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ সময় ধরে সমানতালে অভিনয় করছেন। তার সমসাময়িক অনেকে আড়ালে চলে গেলেও তিনি নিয়মিত লাইট-ক্যামেরার সঙ্গে আছেন। আজিজুল হাকিম বলেন, অভিনয় ছাড়া আর কিছু শিখিনি। তাই অভিনয়ের সঙ্গেই এখনো আছি। আমার সমসাময়িক কেউ কেউ এখন আর পর্দায় নেই। সেদিক থেকে আমি আছি শুধু দর্শকের  ভালোবাসায়। এভাবেই আরো অনেক দিন কাজ করতে চাই। এদিকে গেল ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ও ঈদে  একটি করে নাটকে দেখা গেছে এই অভিনেতাকে। শোক দিবসের নাটকে তার সাথে ছিলেন তারই পুত্র হৃদ। নাটকটিতে শেখ রাসেলের চরিত্রে দেখা গেছে হৃদকে। একই ফ্রেমে পিতা ও পুত্রের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, হৃদ এখনো ছোট। তাই তার ভবিষ্যত নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এখানে শিশু শিল্পী হিসেবে সে অনেক ভালো অভিনয় করেছে। সে বড় হলে নিজেই সিদ্ধান্ত নেবে সে কি করবে। গেলো ঈদের বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। ঈদের নাটক কি দেখা হয়েছে আপনার? আজিজুল হাকিম উত্তরে বলেন,  ঈদের নাটক আমার দেখা হয়নি। আমার স্ত্রী অসুস্থ ছিলো। তাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এছাড়া পারিবারিক আরো কিছু কাজের কারণে টিভি দেখা হয়ে ওঠেনি। তবে সময় করে ইউটিউবে হয়তো দেখে নেবো ঈদের নাটক। আজকাল অনেক তারকা একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করছেন। দর্শকও তাদের এসব অভিনয় দেখে ইউটিউব কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কী? আজিজুল হাকিম বলেন, এটি সত্যি যে একজন শিল্পীকে দর্শক একই ধরনের চরিত্রে বারবার দেখতে চায় না। শিল্পীদের এই বিষয়টি মনে রাখতে হবে। একজন শিল্পী তার ভালো কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন। নিজেকে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে প্রমাণ করতে হয়। তবেই না সে জাত অভিনেতা! এখনো অনেক ভালো অভিনয়শিল্পী রয়েছেন। তাদের বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও