.tdi_2_ff8.td-a-rec-img{text-align:left}.tdi_2_ff8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের জীবন-মান উন্নয়নের জন্য দেশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের পদায়ন করে নজির সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। অনেক নারী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও বিদেশে কর্মের স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এরই ধারাবাহিকতায় দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। তিনি গতকাল রোববার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. সেলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, রিফা চৌধুরী, শম্পা দেবি সোমা, নুরবানু বেগম, হামিদা বেগম, সাঈদা নাজনীন, ফরিদা ইয়াছমিন, কুলচুমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_e90.td-a-rec-img{text-align:left}.tdi_3_e90.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.