শীঘ্রই মীরসরাই থেকে কক্সবাজার মেরিন ড্রাইভের কাজ শুরু হবে
.tdi_2_cc9.td-a-rec-img{text-align:left}.tdi_2_cc9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রোকন উদ-দৌলা বলেন, চট্টগ্রামের মীরসরাই থেকে আনোয়ারা উপকূল হয়ে কক্সবাজার পর্যন্ত টেকসই বেডিবাঁধের সাথে মেরিন ড্রাইভ সড়কের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। খুব শীঘ্রই মেরিন ড্রাইভের কাজ শুরু হবে। সেই সাথে আনোয়ারার উপকূল রক্ষায় আগামী বছরের মধ্যে টেকসই বেডিবাঁধ নির্মাণ সম্পন্ন হবে। গত শুক্রবার বেলা ১১ টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া বাতিঘর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের উপকূলে ৩৭ হাজার গাছ লাগানো হবে। এসব গাছ সৌন্দর্য্য বর্ধন ছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে তিনি বেড়িবাঁধে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন এবং বেডিবাঁধ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ, শাখা কর্মকর্তা মো. ফারাইজুল ইসলাম ও শাখা কর্মকর্তা মানজুর এলাহী। পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস জানান, আনোয়ারার বারআ্উলিয়া এলাকাসহ সম্পন্ন বেড়িবাঁধে পাথর দেয়া হবে। টেকসই বেড়িবাঁধের পরিকল্পনা একনেকে পাঠানো হয়েছে, আশা করছি ১৫ দিনের মধ্যে এটা অনুমোদন পাবে।.tdi_3_944.td-a-rec-img{text-align:left}.tdi_3_944.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেরিন ড্রাইভ