হাঙরকে ঘুষি মেরে স্ত্রীকে বাঁচালেন অসি সার্ফার

দৈনিক আজাদী নিউ সাউথ ওয়েলস প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:২৫

.tdi_2_f85.td-a-rec-img{text-align:left}.tdi_2_f85.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যের একটি সমুদ্রে সার্ফ করার সময় শ্যান্টেল ডয়েল নামের এক নারীর ওপর আক্রমণ চালায় একটি হাঙর। সঙ্গে সঙ্গে সার্ফ বোর্ড থেকে ওই হাঙরের ওপর ঝাঁপিয়ে পড়েন শ্যান্টেল ডয়েলের স্বামী মার্ক র‌্যাপলে। হাঙরটি তাঁর স্ত্রীকে ছেড়ে না দেওয়া পর্যন্ত বারবার ঘুষি দিতে থাকেন। একের পর এক ঘুষি খেয়ে শেষ পর্যন্ত ডয়েলকে ছেড়ে দিতে বাধ্য হয় হাঙরটি। এরপর স্ত্রীকে তীরে উঠে আসতে সাহায্য করেন মার্ক। এনএসডব্লিউর পোর্ট ম্যাককুয়েরি শহরের শেলি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাঙরটির আক্রমণে ডান পায়ে গুরুতর আঘাত পান ডয়েল। পরে অস্ত্রোপচারের জন্য তাঁকে নিউক্যাসল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে পোর্ট ম্যাককুয়েরি নিউজ জানিয়েছে, বিশেষজ্ঞরা ধারণা করছেন, শ্যান্টেল ডয়েলের ওপর যে হাঙরটি হামলা চালিয়েছিল, সেটি তিন মিটার বা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি সাদা হাঙর হতে পারে। এদিকে, সাহসী পদক্ষেপের জন্য মার্ক র‌্যাপলের ব্যাপক প্রশংসা করেছেন সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউর প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স। তিনি বলেন, ‘ওই ব্যক্তি সার্ফিং বোর্ড থেকে হাঙরের ওপর ঝাঁপিয়ে লড়াই করে তাঁর স্ত্রীকে রক্ষার পর তীরে নিয়ে এসেছেন। সত্যিই বীরত্বের বিষয়।’ এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের পরিদর্শক অ্যান্ড্রু বেভারলি বলেছেন, ‘হাসপাতালে আসার আগেই ডয়েলকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন সৈকতের লোকজন। প্রত্যক্ষদর্শীরা যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’.tdi_3_fc9.td-a-rec-img{text-align:left}.tdi_3_fc9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও