প্রবৃদ্ধির হিসাবে নানা অসংগতি: সিপিডি
ইত্তেফাক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:১৯
বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির যে সাময়িক হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশ করেছে, তার নানা অসংগতি তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডয়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, করোনার কারণে বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনীতি স্থবির ছিল। শিল্প উৎপাদন, পরিবহন, হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এগুলোর যথাযথ প্রতিফলন হয়নি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হওয়ার কথা নয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে