‘মিত্রোঁ’হীন দীর্ঘ ভাষণে ভারত-কথা

আনন্দবাজার (ভারত) নয়া দিল্লি প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৫:১২

একটি বারও ‘মিত্রোঁ’ নয়। বদলে ১৩ বার ‘মেরে প্যারে দেশবাসিয়োঁ’।

লালকেল্লা থেকে ৮৬ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে তাঁর একান্ত নিজস্ব সম্বোধন ‘মিত্রোঁ’ না-শুনতে পেয়ে প্রশ্ন উঠেছে, তা হলে কি সত্যি সত্যিই ‘মিত্রোঁ’ বলা ছেড়ে দিলেন তিনি?

২০১৬-র ৮ নভেম্বর রাত ৮টায় এই ‘মিত্রোঁ’ সম্বোধনে জাতির উদ্দেশ্যে বক্তৃতা শুরু করে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। তার পর থেকেই তাঁর ‘মিত্রোঁ’ নিয়ে ফেসবুক-টুইটারে ঠাট্টা-রসিকতা, মিম-কার্টুন তৈরি শুরু। বিরোধীরা বলতেন, ‘মিত্রোঁ’ শুনলেই দেশের মানুষের এখন পিলে চমকে ওঠে। মাত্র এক শব্দে ভয়ের গল্প লিখে ফেলেছেন মোদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও