নগরীতে বাড়ছে এলইডি লাইটের তার চুরি

দৈনিক আজাদী চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৬:৫৩

.tdi_2_532.td-a-rec-img{text-align:left}.tdi_2_532.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরের বিভিন্ন সড়ক ও ফ্লাইওভারে স্থাপিত এলইডি লাইটের তার চুরি করে নিয়ে যাচ্ছে অজ্ঞাত চোরের দল। এ বিষয়ে বিভিন্ন থানায় অভিযোগ করেও প্রতিকার পচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিএমপিতে দেয়া চসিকের অভিযোগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রবর্তক মোড় রোডে স্থাপিত এলইডি বাতির পাঁচ পোল তার গত ৮ আগস্ট রাতে চুরি হয়। এ বিষয়ে ৯ আগস্ট পাঁচলাইশ থানায় অভিযোগ করেন সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সালমা খাতুন। এর আগে পলোগ্রাউন্ড রোডে নতুন স্থাপিত এলইডি বাতির দুই পোল তার চুরি হয় গত ১৪ মে। এ বিষয়ে ১৯ মে কোতোয়ালী থানায় অভিযোগ করেন সালমা খাতুন। তারও আগে ৮ ফেব্রুয়ারি রাত দুইটার সময় পলোগ্রাউন্ড রোডে নতুন স্থাপিত এলইডি লাইটের ১০ পোল তার কেটে নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে ৯ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় অভিযোগ করেন চসিকের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ফখরুল ইসলাম। এদিকে সর্বশেষ গত ১০ আগস্ট সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরাবর অভিযোগ করেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ। এতে তিনি বলেন, বিভিন্ন পয়েন্টে তার চুরির বিষয়টি বিভিন্ন থানাকে অবহিত করেছি। কিন্তু সমস্যার সমাধান না হওয়া চুরি অব্যাহত আছে। বিষয়টি নিশ্চিত করে তিনি দৈনিক আজাদীকে বলেন, তার চুরি হওয়ায় প্রায় সময় সড়ক অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে।.tdi_3_f9a.td-a-rec-img{text-align:left}.tdi_3_f9a.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও