খেলনা নগর
বেরুট শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যু লেবানন দেশটিকে বহু অতীত স্মরণ করাইয়া দিল: গৃহযুদ্ধ, গোষ্ঠী হিংসা, বৈদেশিক হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদী হামলা। এই বারের বিস্ফোরণের কারণটি অবশ্য সম্পূর্ণ ভিন্ন। ছয় বৎসর পূর্বে একটি মালবাহী জাহাজ হইতে বাজেয়াপ্ত করা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট গুদামঘরে সঞ্চিত ছিল, তাহা হইতেই বিস্ফোরণ। প্রাথমিক ভাবে অনুমান, অবহেলাই ইহার কারণ, ইহার পশ্চাতে কোনও সন্ত্রাসবাদী ছক নাই। তৎসত্ত্বেও বিস্ফোরণের মাত্রা বেরুটবাসীর স্মৃতিতে ফিরাইয়া আনিয়াছে ১৯৭৫ হইতে চলা পনেরো বৎসরের ভয়াল গৃহযুদ্ধ, তৎপরবর্তী কালে ধর্মীয় মৌলবাদীদের উত্থান, ফলস্বরূপ অর্থনৈতিক দুর্দশা ও দেশজোড়া দুর্নীতি। ঘটনার পরে বিপুল জনরোষ শাসক শ্রেণিকেও বিগত বৎসরের নাগরিক প্রতিবাদের চিত্র স্মরণ করাইয়া দিয়াছে। পরিস্থিতি সামাল দিবার অপারগতা বুঝিয়াই সম্ভবত পদত্যাগ করিয়াছে লেবানন সরকারের সম্পূর্ণ মন্ত্রিসভা।