কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরাইলে চোলাই মদ উৎপাদন বন্ধের দাবি

মানবজমিন সরাইল প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০০:০০

সরাইলে সম্পূর্ণ অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও খোলা বাজারে বিক্রি বন্ধের দাবিতে সোচ্চার স্থানীয় লোকজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জকে (ওসি) অনুরোধ করেছেন ইউএনও। অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ ঋষী বাড়ির কয়েকটি পরিবার গত কয়েক যুগ ধরে অবৈধ পন্থায় চোলাই মদ উৎপাদন ও প্রকাশ্যে বিক্রি করছে। তাদেরকে শেল্টার দিচ্ছেন প্রভাবশালী কিছু লোক। তারা গোপনে দেশের বিভিন্ন জায়গায় এ মদ পাচারও করছেন। বিভিন্ন ব্রান্ডের ড্রিংসের খালি বোতলে চোলাই মদ ভরে উপজেলার অনেক জায়গায় হেঁটে হেঁটেও বিক্রি করছেন। ফলে সেখানকার শিক্ষার্থী ও যুব সমাজ দেখে দেখে মাদকাসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পরই ওই বাড়িতে প্রবেশ করতে থাকে নানা বয়সের লোকজন। মদ ক্রয় করে জায়গায় বসে পান করার হিড়িক পড়ে। কিছুক্ষণ পরই মাতলামি ও চিৎকার করে রাস্তায় এসে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এমন সব চিত্র নিত্যদিনের। আশেপাশে বসবাসকারি শান্তিপ্রিয় নিরীহ লোকজন প্রতিনিয়তই বিব্রতবোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও