টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে। টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি মেয়র এড. মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কাজী মো. সেলিম, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, হাজী মনির, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার আশা, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, কে এম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বিচার শুরু হয়েছে। এখনও যারা আইনের আওতায় আসেনি, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাফব জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.