![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/12/11/4d30f2a27883eb892495b0063772bc8b-5c0f951690afe.jpg?jadewits_media_id=420455)
দুদক চেয়ারম্যানসহ ৩ জনকে ফিরোজ রশীদের উকিল নোটিশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ২২:৩৬
হাইকোর্টের রায় ও আদেশ অবমাননার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ তিনজনকে উকিল নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। আরও যে দুজনকে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন, দুদকের সাবেক উপ-পরিচালক ও বর্তমানে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জুলফিকার আলী ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।