কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কানাডায় বাংলাদেশের নতুন দূত ড. খলিল

কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পেশাদার কূটনীতিক ড. খলিল অতিরিক্ত সচিব হিসাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করা ড. খলিলুর রহমান। ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরু দায়িত্ব পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন। ড. খলিল রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক এর উপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার উপর এমফিল সম্পন্ন করেন। আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুই সন্তানের জনক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন