কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গরু তাড়ানো নিয়ে বিবাদ, সালিশি সভায় মধ্যবয়সিকে গো-রক্ষকদের মারধর

মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মধ্যবয়সি। তাঁকে ঘিরে ধরে জনা কুড়ি লোক। মধ্যবয়সির উপর নেমে আসছে বেধড়ক লাথি, ঘুষি। সেই সঙ্গে চলছে স্লোগান, ‘দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো।’ ওই মধ্যবয়সির ‘অপরাধ’, ফসল নষ্ট করে ফেলার জন্য খেত থেকে কয়েকটি গরুকে তাড়িয়ে দিয়েছিল তাঁর কিশোর ছেলে। জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রামের এই ঘটনার গোটাটাই বন্দি হয়েছে মোবাইল ক্যামেরার। আপাতত ভাইরাল ওই ভিডিয়োতে ‘গো-রক্ষক’-দের এই তাণ্ডবের ছবি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। যদিও ‘গো-রক্ষক’-দের দাবি, খেতে ঢুকে পড়া গরুগুলিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সে জন্য ‘গো-রক্ষক’-দের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি ওই মধ্যবয়সির ছেলের বিরুদ্ধেও অভিযোগ নথিবদ্ধ করেছে পুলিশ। ঘটনার পর রীতিমতো জখম অবস্থায় চিকিৎসাধীন ওই মধ্যবয়সি। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার গারি গব্বর গ্রামে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ আসগরের খেতে কয়েকটি গরু ঢুকে ফসল খেয়ে তা নষ্ট করতে থাকে। আসগরের ছেলে ওই গরুগুলিকে খেত থেকে তাড়িয়ে দেওয়ার পরই বিপত্তির শুরু। স্থানীয় গো-রক্ষকদের দাবি, আসগরের ছেলে ধারালো অস্ত্র দিয়ে গরুগুলিকে আঘাত করেছে। যার ফলে একটি গরুর গায়ে গভীর ক্ষত হয়ে যায়। এর পরই এই ঘটনা নিয়ে ওই গ্রামে সালিশি সভা ডাকা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন