![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-335343-1597589538.jpg)
হুতির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। তবে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট। রোববার দুপুরের পর দেশটির দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়। এ খবর জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ।