![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fitaly-20200816181947.jpg)
ইতালিতে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোমের মক্কি মসজিদে বাদ মাগরিব ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা, কোরআন তেলোয়াত এবং মোনাজাত করা হয়।
অনুষ্ঠান আয়োজনে ছিল ইতালি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ। মিলাদ মাহফিলে জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।