.tdi_2_482.td-a-rec-img{text-align:left}.tdi_2_482.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খিশা রবিবার (১৬ আগষ্ট) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খিশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটি বেড ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নেন এবং উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি বিষয়ে অবগত হন।এসময় সিভিল সার্জনের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী এবং আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. ওমর ফারুক।উপজেলায় বর্তমানে ৭ জন করোনা শনাক্ত রোগী রয়েছেন বলে চিকিৎসকরা সিভিল সার্জনকে অবহিত করেন। এসময় সিভিল সার্জন বলেন- বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে মানুষের মাঝে করোনা ভীতি অনেকটাই কমে এসেছে। আর আমাদের করোনা টেষ্টের পরিধিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে। আগে ৩ থেকে ৪ জনের বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব না হলেও বর্তমানে এক সাথে ১০ জনেরও বেশি সংখ্যক রোগীর করোনা পরীক্ষা করা সম্ভব।.tdi_3_3ff.td-a-rec-img{text-align:left}.tdi_3_3ff.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সিভিল সার্জন জ্বর বা কাশি দেখা দিলে অথবা যে কোন উপসর্গ দেখা দিলে সবাইকে সরকারী হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করার জন্য আহবান জানান। উপজেলা আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক জানান-বর্তমানে কাপ্তাইয়ে যে ৭ জন করোনা রোগী রয়েছেন তাদের মধ্যে দৈনিক আজাদী কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন ও তাঁর খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্র কাজী সাইফ হোসেনও রয়েছেন।পিতা-পুত্রসহ সকল করোনা রোগী হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন বলে আবাসিক চিকিৎসক (এরএমও) ডা. ওমর ফারুক জানান।.tdi_4_89f.td-a-rec-img{text-align:left}.tdi_4_89f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.