![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/woman-persuading-her-upset-daughter-at-home-177259312-5b4f3ffa46e0fb00374001aa-2008160731.jpg)
শিশুর দেরিতে বয়ঃপ্রাপ্তির লক্ষণ ও করণীয় কী?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১৩:৩১
প্রত্যেকটি শিশুরই একটি নির্দিষ্ট সময়ের পর বয়ঃপ্রাপ্তি হয়। অর্থাৎ শিশু থেকে কৈশোরে পা রাখে। এক্ষেত্রে সাধারণত ৯ থেকে ১০ বছর বয়সেই শিশুদের মধ্যে কৈশোরের লক্ষণগুলো দেখা দিতে থাকে। আর ১২ থেকে ১৪ বছর বয়সে তা সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়। তবে অনেকের ক্ষেত্রে সঠিক সময়ের দুই থেকে তিন বছর পরও বয়ঃপ্রাপ্তির শারীরিক কোনো লক্ষণ ফুটে ওঠে না। আর একেই বলে বিলম্বিত বয়ঃপ্রাপ্তি বা ডিলেইড পিউবারটি।