'সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টেও গড়মিল! তদন্তে বাধা দেওয়ার চেষ্টা উদ্ধব ঠাকরের', দাবি পারিবারিক আইনজীবীর
১৪ জুন সুশান্ত সিং রজপুতের মৃত্যুর পর তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডঃ আর এন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে। সেখানেই তাঁর ময়নাতদন্ত হয়। যে অ্যাম্বুল্যান্স চালক সুশান্তকে নিয়ে গিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন অ্যাম্বুল্যান্সে তোলার সময়ও জীবিত ছিলেন অভিনেতা। পরে এরকমও শোনা যায় প্রথমে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হলেও পরে চালককে নির্দেশ দেওয়া হয় কুপার হাসপাতালে যাওয়ার জন্য। এছাড়াও সেদিন সুশান্তকে যখন অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছিল, তখন এক মহিলাকে দেখা যায়।