![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/16/81d091077b1ebe3086deffd86ecda24a-5f38a04c83397.jpg?jadewits_media_id=1554335)
‘ম্যালাদিন বাদে আজ এ্যানা প্যাট ভরে খামু’
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খাটিয়ামারি চরের ফজুল প্রামাণিকের বিধবা স্ত্রী খোতেজা বেওয়ার (৬৫) সংসারে কেউ নেই। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করেন তিনি। করোনা সংক্রমণের কারণে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত টানা তিন মাস ভিক্ষায় বের হতে পারেননি। পাড়াপ্রতিবেশীর কাছে পান্তাভাত কিংবা চিড়ামুড়ি চেয়ে খেয়েছেন। এর মধ্যে বন্যায় বুকসমান পানিতে ডুবে থাকা বসতঘরে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করেছেন।