আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে তুরস্ক
.tdi_2_d87.td-a-rec-img{text-align:left}.tdi_2_d87.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয় পর্যালোচনা করছে তুরস্ক। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তি চুক্তিকে কেন্দ্র করে আমিরাতের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিন্ন হতে পারে। এমনকি আরব আমিরাত থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিতে পারে তুরস্ক। আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রকাশের পরই এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতিহাস আরব আমিরাতকে কখনও ক্ষমা করবে না। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।.tdi_3_df1.td-a-rec-img{text-align:left}.tdi_3_df1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});